সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে ও পরে সহিংস ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও হুমকিসহ নিপীড়ন-নির্যাতনের ঘটনা সরজমিনে তদন্দের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপি। আজ সোমবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিবৃতিতে বলা হয়েছে, এই কমিটিকে সরজমিনে তদন্ত করে আগামী ১০ দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর বিএনপির কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। বাকি সদস্যরা হলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সুপ্রিম কোট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, রমেশ দত্ত, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট ডি কস্টা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এস এন তরুণ দে, যুবদলের সহ-তথ্য সম্পাদক পার্থ দেব মন্ডল।