পুকুর-ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় পৃথক ঘটনায় পুকুর ও ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যুর হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পুকুর ও ডোবা থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশু ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ।
দুই শিশু হলো হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ বেপারী বাড়ির রাইসা আক্তার (২) ও পৌর সভার ৯নং ওয়ার্ডের কংগাইশ মিজিবাড়ির মো. ইয়ামিন (২)।
রাইসা আক্তারের পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। দুপুরে বাড়ি সবার অগোচরে পশ্চিম পাশের ডোবায় ডুবে যায়। তার বাবার বাড়ি ৪নং কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়ায়।
অপরদিকে ইয়ামিনের পরিবাবার জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। পরে পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুরই হাসপাতালে আনার আগে মৃত্যু হয়।