রুবলের ব্যবহার আমাদের অর্থনীতির জন্য সহায়ক হবে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রুবল (রাশিয়ার মুদ্রা) ব্যবহার আমাদের অর্থনীতির জন্য অবশ্যই সহায়ক হবে। আমরা এটা করতে পারলে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কারেন্সির ওপর থেকে ডিপেন্ডেন্সি (নির্ভরশীলতা) কমবে।
আজ বুধবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তার সঙ্গে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানতিতস্কি বৈঠক করেন।
বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপক্ষীয় বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার অর্থায়নে ও টেকনোলজিক্যাল সাপোর্টে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছি। এ ছাড়া রাশিয়া আমাদের দেশ থেকে অনেক কিছু আমদানি করে। আমরাও রাশিয়া থেকে গমসহ অন্যান্য পণ্য আমদানি করি। দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়াতে আমরা আলোচনা করেছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘ডুয়েল কারেন্সিতে বিনিময় করার জন্য আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করেছি। ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে, চীনের সঙ্গেও আলোচনা হচ্ছে।’
এ সময় বিএনপির কড়া সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি অনেক কথাই বলেছে। এ পার্লামেন্ট নিয়েও অনেকে অনেক কথা বলছে। গতকাল এই পার্লামেন্টের প্রথম অধিবেশনে আমেরিকা, রাশিয়া, ইউকে, ইইউ, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের মিলে ৮০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।’