প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন জালিয়াতির চেষ্টা, জয়পুরহাটে গ্রেপ্তার ৩
অর্থের বিনিময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হবে এমন প্রশ্নপত্র জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ওই নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়েছে।
আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে জয়পুরহাটে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাটের পাঁচবিবির উঁচাই কলেজের অধ্যক্ষ রুস্তম আলী, বগুড়ার গোকুল এলাকার ইশান ইমতিয়াজ হৃদয় ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের রোকনুজ্জামান রোকন।
পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তার আসামিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। পরে তারা প্রতারণার কাজে জড়িয়ে পড়েন। বিভিন্ন জেলায় প্রতারণা করার জন্য তারা নেটওয়ার্ক বিস্তার করেছেন। চক্রটি টাকার বিনিময়ে আগামী ২ ফেব্রুয়ারির সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য প্রশ্নপত্র জালিয়াতি ও ফাঁসের অপচেষ্টা চালাচ্ছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জেলার পাঁচবিবি ও বগুড়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়।’
এসপি আরও বলেন, ‘গ্রেপ্তার আসামিদের কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্র, চেক বই, এটিএম কার্ড, এন্টেনা, এয়ারপটসহ বিভিন্ন প্রকার ডিভাইস জব্দ করা হয়েছে।