বিরোধী দল কী তা আমরা দেখিয়ে দেব : জাপা মহাসচিব
জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, পার্লামেন্টের কর্মবিরতি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। আমাদের কনফিডেন্স আছে, এই পার্লামেন্টে বিরোধী দল কী, সেটা আমরা দেখিয়ে দেব। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বনানীতে দলটির চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি সম্পর্কে মানুষের মধ্যে যেসব কথা আছে, ধরলাম সেগুলো একদম যৌক্তিকভাবেই আছে। সেগুলোকে খণ্ডন করা, মানুষের মনের কথা বলা, সরকারকে জবাবদিহি করা, সরকারের ভুলত্রুটি তুলে ধরার জন্য যা যা করা দরকার আমরা করব।’
চুন্নু আরও বলেন, ‘পার্লামেন্টে দুটি বড় দল। তার মধ্যে একটি আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আর আছেন স্বতন্ত্র সংসদ সদস্য ৬২ জন। এর মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের পদ-পদবিতে আছেন। যারা আওয়ামী লীগের পদ-পদবিতে আছেন তাদের বিরোধী দলের স্বীকৃতি দেওয়া আমি মনে করিনি। আমি মনে করেছি, জাতীয় পার্টিই একমাত্র বিরোধী দল। আমি জাতীয় সংসদ কার্যবিধি অনুযায়ী ন্যায়ভাবে এই কাজটি করেছি। গত পার্লামেন্টে যারা নির্বাচন বর্জন করেছিল, তারা আমাদের কিছু লোকজনকে উসকানি দিচ্ছে। আমরা শত উসকানিতেও ড্যামেজ হব না। চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে আমি কিন্তু নার্ভাস না। মানুষ দেখতে চায়, জি এম কাদের আসলেই বিরোধী দলের নেতা কি না। সেই প্রমাণ কিন্তু আপনাকে করতে হবে। আমরা আপনার নেতৃত্বে পার্লামেন্টে দেখিয়ে দিতে চাই সংখ্যায় নয়, মানুষের পক্ষে কথা বলার যে কাজ সেটি আমরা দেখিয়ে দিতে চাই।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান, সদস্য সচিব মো. সুলতান আহমেদ সেলিম প্রমুখ।