ফের উত্তাল মিয়ানমার, আতঙ্কিত নাইক্ষ্যংছড়িবাসী
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তুমব্রু সীমান্তের ওপারে ফের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এক অভিযোগ বলছে, মিয়ানমার বাহিনীর ছোড়া গুলি সীমান্ত পার হয়ে এসেছে বাংলাদেশেও। এরইমধ্যে একটি গুলিতে বাংলাদেশের সিএনজিচালিত একটি অটোরিকশার কাচ ভেঙেছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিও। আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি। এ নিয়ে এলাকাবাসী আতঙ্কে আছে। তবে, ওই সীমান্তে বিজিবি টহল জোরদার রয়েছে বলে জানিয়েছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভূঁইয়া।
জনপ্রতিনিধি ও সীমান্তবাসীরা জানায়, শুক্রবার একদিন বন্ধ থাকার পর শনিবার ফের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তের উত্তর পাড়ায় স্টেশনে দাঁড়ানো অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশায় ওপর এসে পড়ে। এতে ওই যানবাহনের গ্লাস ভেঙে যায়।
ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো. আবু তাহের বলেন, বিকেল ৩টার দিকে তুমব্রু উত্তর পাড়ায় যাত্রী অপেক্ষা করছিলেন। সেই সময় সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলি আওয়াজ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই একটি গুলি এসে তার গাড়ির গ্লাসে লাগে।
ঘুমধুম ইউনিয়নের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ফের গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে। তুমব্রুতে সিএনজি গাড়িতে একটি গুলি এসে পড়ে সিএনজির সামনের গ্লাসে। গুলিতে গ্লাসটা ফেটে গেলেও হতাহত হয়নি।
ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, একদিন বন্ধ থাকার পরও তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ওপার থেকে একটা গুলি এপারে একটা সিএনজিচালিত গাড়িতে এসে পড়েছে বলে শুনেছি। সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার রয়েছে।