দেড় ঘণ্টা পর ফের চালু মেট্রোরেল
কারিগরি ত্রুটির কারণে দেড় ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এখন চলাচল স্বাভাবিক। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। পরে বিকেল সোয়া ৪টার দিকে আবার চালু হয় ট্রেন চলাচল।
ডিএমটিসিএল জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া এনটিভি অনলাইনকে জানান, বিকেল পৌনে ৩টার দিকে কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়। মেরামতের আবার বিকেল সোয়া ৪টায় চালু হয়। কী ধরনের কারিগরি ত্রুটি এ বিষয়ে তিনি বলেন, ‘বৈদ্যুতিক কারিগরি ত্রুটি ছিল। এখন স্বাভাবাকি চলাচল করছে। কোনো ধরনের অসুবিধা হয়নি। তবে, সাময়িকভাবে যাত্রীদের অসুবিধার কারণে আমরা দুঃখপ্রকাশ করছি।’