স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. টি এইচ খানের দাফন সম্পন্ন
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. তোফাজ্জল হোসেন (টি এইচ) খান আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। পরে ৯নং সেক্টরে পানির ট্যাংকি সংলগ্ন জামে মসজিদে জানাজার পর ১২নং সেক্টর খালপাড় গোরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম টি এইচ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক এবং মিডিয়া সেলের সদস্য ও ইউট্যাবের মহাসচিব ড. মো. মোর্শেদ হাসান খানের বাবা। মরহুমের বড় ছেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছোট ছেলে আইনজীবী। তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন স্বজনরা।