মিয়ানমারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মিয়ানমারের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের বর্ডার গার্ড বাহিনীকে ধৈর্য্য সহকারে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এক প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।
আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ আজ ৭৮ জন আমাদের দেশে পালিয়ে এসেছে। তাদের একটি স্কুলে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনা চালানোর জন্য বলা হয়েছে। এ ছাড়া গতকাল মিয়ানমারের গোলাতে আমাদের দেশের একজন মারা গেছেন, ওদের একজন মারা গেছেন এটা সঠিক। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।