চাকরি স্থায়ীকরণের দাবিতে রুয়েট উপাচার্যের দপ্তর ঘেরাও
চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যের দপ্তর ঘেরাও করেছে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এসে উপাচার্যের দপ্তরের সামনে তাঁদের জড় হয়ে থাকতে দেখা যায়।
তবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান রুয়েটের উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম।
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০২১ সালের পহেলা জুন রুয়েটে ১৩৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যোগদান করেন। সেখানে শিক্ষকদের চাকরি নিয়মিত হলেও এখন পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীর চাকরি স্থায়ী হয়নি। তাই আজ এই দাবিতে রুয়েট উপাচার্যের দপ্তর ঘেরাও করেছেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে এক সেকশন অফিসার বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে লিখিত পরীক্ষা ও ভাইভা দিয়ে চাকরি পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চাকরির দুই বছরের মধ্যে নিয়মিতকরণ করতে হয়। এটা আমাদের অধিকার। অথচ আজ দুই বছর আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমাদের চাকরি স্থায়ী হয়নি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী বলেন, উপাচার্যের দপ্তর ঘেরাওয়ের কোনো ঘটনা ঘটেনি।