নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়ার আহ্বান ক্রীড়ামন্ত্রীর
নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেছেন, এটা দুঃখজনক, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আগের মত বই পাঠ করে না। ছাপানো বইয়ের প্রতি কেন জানি তাদের এক প্রকার অনীহা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। মন্ত্রী বাংলা একাডেমির ড. শহিদুল্লাহ ভবনের সাহিত্য বিশারদ আব্দুল করিম মিলনায়তনে লেখক গাজী সাইফ জামান রচিত ‘এক পাতা গল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাজমুল হাসান বলেন, ‘এটি মোটেও কাম্য নয়। সবকিছু এখন ডিজিটাল মাধ্যমে করতে চায়। কিন্তু নতুন বইয়ের পাতায় যে সুঘ্রাণ, নতুন বই পাঠের যে আনন্দ, তা থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমি তরুণ প্রজন্মকে বেশি বেশি বই পাঠের উদাত্ত আহ্বান জানাই।’
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ও লেখক গাজী সাইফ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ।