কলা চুরির অপবাদে কলেজছাত্রকে নির্যাতন, আটক ২
জামালপুরের ইসলামপুরে কলা চুরির অপবাদে সালমান ঢালী শাওন (১৭) নামে এক কলেজছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরপর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ইসলামপুর পৌর শহরের মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মাছ ব্যবসায়ী ছামিউল ইসলাম, তাঁর ছেলে আজিম ও তাঁদের লোকজন কলাবাগান থেকে কলা চুরির অপবাদে পলবান্ধা উজানপাড়া গ্রামের আকরাম আলী ঢালীর ছেলে কলেজ পড়ুয়া শাওনকে আটক করে। পরে তাকে ধরে কলাবাগানের ভেতরে নিয়ে ঘরের জানালার গ্রিলের সঙ্গে বেঁধে নির্মমভাবে বেধড়ক মারধর করে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় সালমান ঢালী শাওন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শাওন উপজেলার বেলগাছা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাছ ব্যবসায়ী ছামিউল ইসলামের ছেলে আজিম (২০) ও সুরুজ্জামান আকন্দের ছেলে ফজলুর রহমানকে (৫০) আজ আটক করা হয়েছে। ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।