নড়াইলে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা
চলতি রবি মওসুমে নড়াইলের তিন উপজেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রযেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তেলের চাহিদা মেটাতে জেলায় গত বছরের চেয়ে এবছর তিন হাজার ৬৭৩ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। ভালো ফলন হওয়ায় সরিষা ঘিরে আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন চাষীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নড়াইলের তিন উপজেলায় এবার সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১২হাজার ৮৮৮ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩১ হেক্টর বেশি জমি। এরমধ্যে সদর উপজেলায় সরিষার আবাদ হয়েছে চার হাজার ১২০ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় আবাদ হয়েছে পাঁচ হাজার ২৭৫ হেক্টর জমিতে ও কালিয়া উপজেলায় সরিষার আবাদ হয়েছে তিন হাজার ৪৯৩ হেক্টর জমিতে। গত বছর এ জেলার তিন উপজেলায় সরিষার আবাদ হয়েছিল ৯ হাজার ২’১৫ হেক্টর জমিতে।
লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের হেচলাগাতি গ্রামের চাষী মো. মোশারফ হোসেন শেখ জানান, চলতি বছর তিনি ৪৫ শতক জমিতে বারি-১৮ জাতের সরিষার চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। আবাদ হওয়া জমি থেকে ছয় মণের বেশি সরিষা উৎপাদিত হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায় জানান, কৃষি বিভাগের পক্ষ থেকে সরিষা চাষীদের প্রশিক্ষণ, উঠান বৈঠকসহ সার্বিক সহযোগিতা করা হয়েছে। সরিষা চাষের জন্য চাষীদের প্রণোদনা দেওয়া হয়েছে। প্রণোদনা হিসেবে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। ফলে জেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে সরিষার আবাদ।