মেট্রোরেলে ঘুড়ি আটকানোর ঘটনায় দুজন আটক
চালু হওয়ার পর বেশ কয়েকবার চলাচলে বাধাগ্রস্ত হয়েছে মেট্রোরেল। প্রায়ই ঘুড়ি, ফানুস কিংবা গ্যাস বেলুন উড়ে এসে পড়ছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে। এতে ঘণ্টা পর্যন্তও মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে এসব কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, আটক দুজনের বিরুদ্ধে কোম্পানি আইনে মামলা করা হয়েছে। অভিযান চালিয়ে সাত হাজার ঘুড়ি জব্দ করা হয়েছে।
এদিকে, সর্বশেষ গতকাল (১৪ ফেব্রুয়ারি) কাজীপাড়া এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে প্রায় ৪০ মিনিট যাত্রীসেবা বন্ধ ছিল। বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চায় মেট্রোরেল কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ ঘটনায় অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় চার জনকে পরিবারের কাছে থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকি দুজনকে ঘুড়ি বিক্রি ও ওড়ানোর দায়ে আটক করা হয়েছে।
ডিএমটিসিএল থেকে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকার এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি বা অনুরূপ কোনও বস্তু না ওড়ানোর অনুরোধ করা হচ্ছিল। পরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জনস্বার্থে বিশেষভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে অনুরোধ করে মেট্রোরেল কর্তৃপক্ষ।