ড. ইউনূস ইস্যুতে জাতিসংঘের উদ্বেগ
বাংলাদেশে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্কিত প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ উদ্বেগ প্রকাশ করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করে বলেন, ‘নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, তার গ্রামীণ অফিসের সবগুলো দখল করে নেওয়া হয়েছে। আপনি জানেন, সরকার তার বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেছে। মহাসচিব কি তার গুরুতর পরিস্থিতি সম্পর্কে অবগত?’
জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা অবশ্যই অবগত। আমি আবারও বলছি, ড. ইউনূস বছরের পর বছর ধরে জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় ক্ষেত্রেই আমাদের একজন পরামর্শক। তিনি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আমাদের অন্যান্য উন্নয়ন কাজগুলোকে ঘিরে বেশ কয়েকটি উদ্যোগকে সমর্থন দিয়েছেন। তার সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে বাংলাদেশ থেকে যে প্রতিবেদন এসেছে, তাতে আমরা খুবই উদ্বিগ্ন।’
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে এক সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে আটটি প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গত সোমবার (১২ ফেব্রুয়ারি) গ্রামীণ টেলিকম ভবনে থাকা তাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে গ্রামীণ ব্যাংক। এ বিষয়ে পুলিশের সহযোগিতা চেয়েও প্রতিকার পাওয়া যায়নি। এ বিষয়ে আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান তিনি।