গণতন্ত্র সূচকে দুই ধাপ পেছাল বাংলাদেশ
গণতন্ত্র সূচকে বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট সাময়িকীর ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশ দুই ধাপ নেমে ১৬৭ দেশের মধ্যে ৭৫তম স্থানে পৌঁছেছে।
গণতন্ত্র সূচকে প্রতিবেশী ভারত ৪১তম, শ্রীলঙ্কা ৭০তম, ভুটান ৮১তম, নেপাল ৯৮তম, পাকিস্তান ১১৮তম এবং আফগানিস্তান ১৬৭তম স্থানে রয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানের শাসন ব্যবস্থাকে অথারিটিয়ান বা স্বৈরশাসন বলা হয়েছে। বাংলাদেশ, ভুটান ও নেপালের শাসন ব্যবস্থাকে বলা হয়েছে হাইব্রিড, ভারত ও শ্রীলঙ্কার ক্ষেত্রে বলা হয়েছে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা।
অন্যদিকে, নরওয়ে, নিউজিল্যান্ড ও আইসল্যান্ড হলো শীর্ষ তিনটি গণতান্ত্রিক রাষ্ট্র। দ্য ইকোনমিস্ট সাময়িকীর রিসার্চ অ্যান্ড এনালাইসিস বিভাগ বলছে, বাংলাদেশে দুর্নীতি ছেয়ে গেছে। আইনের শাসন ও সিভিল সোসাইটি দুর্বল হয়েছে। সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ বেড়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা নেই।