সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন : বিএনপির প্যানেল ঘোষণা বিকেলে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্যানেল ঘোষণা করে ভোটের প্রচারে সরব হয়ে উঠলেও বিএনপিপন্থিদের প্যানেল ঘোষণা করা হয়নি। আজ বিকেলে বিএনপিপন্থি নীল প্যানেলের নাম ঘোষণা করার কথা রয়েছে।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। ধারণা করা হচ্ছে নির্বাচনে বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী হবেন দলটির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদপ্রার্থী হবেন মো. রুহুল কুদ্দুস কাজল।
আগামী ৬ ও ৭ মার্চ এ নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগের দুইবার নির্বাচন করার পরও শেষ মুহূর্ত বর্জন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ বছর নির্বাচন করবে কিনা সে বিষয়ে আজ বিকেলে সিদ্ধান্ত নিবে তারা।
বিএনপিপন্থি আইনজীবীদের একটি জানায়, এবারও এই প্যানেলে সভাপতি হিসেবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক হিসেবে মনোনয়ন পাচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিগত দুই নির্বাচনে সিনিয়র এই দুই আইনজীবীই ছিলেন নেতৃত্বে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, আগামীকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির প্যানেল ঘোষণা হবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৪টায় এ উপলক্ষে এক সভা আহ্বান করেছে বিএনপির আইনজীবী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সভায় বিএনপিপন্থি সিনিয়র আইনজীবী, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ইউনাইটেড লইয়ার্স কাউন্সিলভুক্ত সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর গুলশানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সভাপতিত্বে তার বাসায় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। এই প্যানেলে সভাপতি প্রার্থী করা হয়েছে আবু সাঈদ সাগরকে। তিনি আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। আর সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক।