ময়মনসিংহের ক্ষুরের আঘাতে কিশোর খুন
ময়মনসিংহের গফরগাঁওয়ে ক্ষুরের আঘাতে মুস্তাকিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের পালের বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মুস্তাকিম পেশায় একজন অটোরিকশা চালক। তিনি শাখচুড়া গ্রামের সূর্যত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মুস্তাকিম আনসার নগর মাদরাসার মাহফিলের সামনের মেলায় যায়। মেলার মধ্যে মুস্তাকিমের সঙ্গে চৌকা গ্রামের সজল মিয়ার (২০) ঝগড়া হয়। একপর্যায়ে সজল মিয়া ক্ষুর দিয়ে মুস্তাকিমের কাঁধে ও বাম হাতে আঘাত করে। এ সময় দুজনের ঝগড়া মেটাতে এসে তারা মিয়া (১৯) ও বাবুল (২০) আহত হয়। স্থানীয়রা মুস্তাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, ‘ঘটনার পরপরই মুস্তাকিমকে হাসপাতালে নিয়ে আসি। প্রচুর রক্তক্ষরণে মুস্তাকিম ঘটনাস্থলেই মারা যায়।’
পাগলা থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’