আলপনায় একুশের চেতনা
মাগুরায় ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তরুণ প্রজন্মের কাছে একুশের চেতনা তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘একুশের আলপনায় মাগুরা’ শিরোনামে প্রথম বারের মতো জেলা শহরের প্রায় দুই কিলোমিটার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রমে আলপনায় সজ্জিত করা হয়েছে ।
মাগুরার স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তনে আমরাই’-এর উদ্যোগে জেলার চিত্রশিল্পী, সংস্কৃতিকর্মী, সাহিত্যিক, সাংবাদিকসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবীর টানা পাঁচ দিনের অক্লান্ত পরিশ্রমে এ বৃহৎ কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়।
শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গীর মোড়, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেটসহ বেশিরভাগ মোড় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনে এ আলপনা আঁকা হয়েছে।
প্রবীণ শিল্পী থেকে শুরু করে শিশু-কিশোর আঁকিয়েরা গভীর রাত পর্যন্ত আলপনার রঙে রঙিন করছে পিচঢালা কালো রাজপথ।
এ প্রসঙ্গে ‘পরিবর্তনে আমরাই’-এর সভাপতি নাহিদুর রহমান দুর্জয় বলেন, আমরা তরুণ প্রজন্মের মধ্যে ভাষার যে চেতনা, সেটা জাগ্রত করতে চাই।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিচুর রহমান খোকন বলেন, বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সহযোগিতায় একুশের চেতনা ছড়িয়ে দিতে নতুন প্রজন্ম এই আলপনা আঁকছে। শহরে এই প্রথমবারের মতো রাজপথে বৃহৎ আঙ্গিকে আলপনা আঁকা হচ্ছে। মানুষের মনে এই আলপনা ইতিবাচক প্রভাব ফেলবে।
শিশু চিত্রশিল্পী রাফছান বলে, প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এখানে আলপনা আঁকতে পেরে খুব আনন্দ লাগছে।
জেলা থিয়েটার ইউনিট, সাইক্লিস্ট, বিডি ক্লিন, ভলেন্টিয়ার্স ফর বাংলাদেশ, আর্ট ইনস্টিটিউট, অঙ্কিতা আর্ট স্কুল, আদর্শ বিতর্ক সংঘ, সপ্তক সাহিত্য চক্রসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা কাজ করছে।
এ কর্মসূচির পেইন্ট পার্টনার হিসেবে রয়েছে এশিয়ান পেইন্টস। কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে আছে মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক ও মাগুরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তনে আমরাই’ কর্মসূচিটি সমন্বয় করছে।