ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টির আভাস
ঢাকা, কুমিল্লা, নোয়খালী, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগের কিছু জায়গায় আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।