চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপিনেতা খন্দকার মোশাররফ
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা গ্রহণ করেন। সেখানকার ডাক্তারদের পরামর্শে রাজধানীর গুলশানের বাসায় চার থেকে ছয় মাস পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি।
ব্রেইন অপারেশন করার কারণে ডাক্তাররা তাঁকে আগামী চার মাস কোনো ধরনের জনসমাগম ও লোকজনের সঙ্গে সাক্ষাত করা থেকে বিরত থাকতে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।