কুষ্টিয়ায় ট্রাস্টফুল ফাউন্ডেশনের হুইল চেয়ার, সেলাই মেশিন ও বৃত্তি প্রদান
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুষ্টিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, নারীদের সেলাই মেশিন, ক্যানসার রোগীর কেমো খরচ, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি, মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন শরীফ, মসজিদে ডিজিটাল ঘড়ি ও অন্ধদের পথ চলতে সহায়তায় ছড়ি বিতরণ করেছে ট্রাস্টফুল ফাউন্ডেশন।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর মুকুল ক্লাব মাঠে আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডু। এসময় ট্রাস্টফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, স্থানীয় মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ট্রাস্টফুল ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান নাহিদ সুলতানাসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী যারা চলতে পারেন না তাদেরকে হুইলচেয়ার, সেলাই জানেন কিন্তু মেশিন নেই তাদেরকে সেলাই মেশিন দিয়েছেন আব্দুর রাজ্জাক। এছাড়াও তিনি অন্ধদের পথ চলতে সহায়তায় ছড়ি, অসহায় ক্যানসার রোগীর কেমো খরচ, মসজিদে ডিজিটাল ঘড়ি, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করেছেন।
এলাকার ১১ জন অসহায় প্রতিবন্ধী যারা চলতে পারেন না, তাদেরকে হুইল চেয়ার, সেলাই জানেন কিন্তু মেশিন নেই এমন তিন জন নারীকে সেলাই মেশিন, দুই জন ক্যানসার রোগীকে আর্থিক সহায়তা, ১৩ জন কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মাদ্রাসার ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। এছাড়াও পাঁচজন অন্ধকে পথ চলতে সহায়তার জন্য ছড়িসহ বিভিন্ন মসজিদে ডিজিটাল ঘড়ি বিতরণ করা হয়। এসব পেয়ে দারুণ খুশি সবাই।
ট্রাস্টফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ট্রাস্টফুল ট্রেডিং লিমিটেডের আয় থেকে ৩ শতাংশ অর্থ আমি এই কাজে ব্যয় করে থাকি। শুধু মায়ের ইচ্ছে পূরণে ও ভালোলাগা থেকে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে ২০১৯ সাল থেকে আমি এই ধরনের সহায়তা করে আসছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুণ্ডু বলেন, ব্যক্তি উদ্যোগে এই ধরনের কর্মকাণ্ড হলে দেশ এগিয়ে যাবে। শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে সামর্থ্যবানদের এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।