গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ঝুটের গুদাম, বসতঘর
গাজীপুরের কোনাবাড়িতে অগ্নিকাণ্ডে কয়েকটি বাড়ির প্রায় ৩০টি বসত ঘরসহ অন্তত পাঁচটি ঝুটের গুদাম ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ বউবাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যা পর্যন্ত ডাম্পিংয়ের কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর মহানগরের আমবাগ বউবাজার এলাকার মোহাম্মদ শরিফের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের মোহাম্মদ জমির উদ্দিন, মো. লালন খানসহ কয়েকটি ঝুটের গুদামে ও টিনশেডের বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি, সারাবো কাশিমপুর ও জয়দেবপুর স্টেশনের ছয়টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি বসত ঘরসহ অন্তত পাঁচটি ঝুটের গুদাম ও মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে সন্ধ্যা পর্যন্ত কাজ করছিল তারা। অগ্নিকাণ্ডে ছয়টি টিনশেডের বসতঘরের প্রায় ৩০টি কক্ষসহ অন্তত পাঁচটি ঝুটের গুদাম ও মালামাল পুড়ে গেছে।
মো. আবদুল্লাহ্ আল আরেফিন আরও জানান, এলাকাটি আবাসিক ও অনেক ঝুট গুদাম থাকায় আমরা যথেষ্ট পরিমাণ পানি পাইনি। প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ফলে আগুন নেভাতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা প্রায় সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।