গোপালগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বপ্না দাস (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া নারী ওই গ্রামের রূপ দাসের স্ত্রী।
কাশিয়ানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রাকিবুল ইসলাম জানিয়েছেন, দুপুর ১২টার দিকে স্বপ্না দাস (৪৮) বসতঘরে ঘুমাচ্ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁর স্বামী বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে জমিতে কৃষি কাজে যান। বসতঘরের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। দোতলার কাঠের অংশবিশেষে আগুন ধরে ওই নারীর শরীর ঝলসে যায়। বাইরে তালা দেওয়া থাকায় তিনি আর ঘর থেকে বের হতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বসতঘরের মেঝে থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করেন।
এ সময় ওই নারী ও তাঁর বসতঘরসহ নগদ টাকা এবং মালামাল পুড়ে যায়। ঘটনার সময় বাড়িতে তিনি ছাড়া আর কেউ ছিলেন না।
রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন। মৃত নারীর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘দোতলাবিশিষ্ট ঘরটি পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে নগদ পাঁচ লাখ টাকা পুড়ে যাওয়ার দাবির কোনো আলামত আমরা পাইনি।’