ফ্যানফেয়ারের কনটেস্ট বিজয়ীদের হাতে ফুড ব্লগার রাব্বীর পুরস্কার
ফ্যানফেয়ারের লাইভ স্টুডিওতে মেগাভিডিও কন্টেস্ট ‘ফেভারিট হোম মেড ফুড’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ‘মেট্রো ম্যান’ ব্লগিং চ্যানেলের জনপ্রিয় ফুড ব্লগার শাহরিয়ার রাব্বী। এই মেগা কনটেস্টে প্রায় এক হাজারের মতো ভিডিও শেয়ার করেছেন ফুড ব্লগার থেকে শুরু করে নানান শ্রেণি-পেশার কনটেন্ট ক্রিয়েটররা। বিচারকদের বিচারে নির্বাচিত সেরা তিনজন কনটেন্ট বানানোতে পারদর্শীরা জিতে নেন মাইক্রোওয়েভ ওভেন, ইনডাকশন কুকার ও রাইস কুকারের মতো ধামাকা সব গিফটস।
পুরস্কার গ্রহণের সময় উচ্ছ্বাসের সাথে বিজয়ীরা জানান, ‘ফ্যানফেয়ার এমন এক মাধ্যম যেখানে কনটেন্ট তৈরির প্রায় সব ক্যাটাগরিতেই কনটেস্ট হয় যার ফলে প্রত্যেকেই তার নিজ দক্ষতার জায়গা থেকে প্রতিযোগিতা করে পুরস্কার জিততে পারেন।’
অনুষ্ঠানে ব্লগার রাব্বী বলেন, ‘ফ্যানফেয়ারের সব থেকে ভালো দিক হচ্ছে তারা সকল কনটেন্ট ক্রিয়েটরদের কথা চিন্তা করে বিনোদন ও বুদ্ধিমত্তার এক অপূর্ব সমন্বয় করে, যেটি বাংলাদেশে অন্য কোন প্ল্যাটফর্ম করে না। ফুড ব্লগারদের রিভিউ শেয়ারের এক অনন্য মাধ্যম হতে পারে ফ্যানফেয়ার।’
ফ্যানফেয়ার বাংলাদেশের প্রথম সোস্যাল কমার্স প্ল্যাটফর্ম। এক মিলিয়নের বেশি ব্যবহারকারীর এই অ্যাপ দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সারদের প্রাধান্য দিয়ে সফলতার সাথে কাজ করে আসছে। মানসম্মত ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা প্রতিনিয়ত পাচ্ছেন মনিটাইজেশন বা জিতে নিচ্ছেন আকর্ষণীয় সব পুরস্কার।