দিনাজপুরে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
দিনাজপুরের পার্বতীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনায় রংপুরের সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।
জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের পার্বতীপুরের গুলপাড়া এলাকায় মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়। এতে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় রুটে চলাচলকারী দোলনচাঁপা, কুড়িগ্রাম এক্সপ্রেস ও বুড়িমারী মেইল ট্রেন পার্বতীপুর, খোলাহাটি ও রংপুর স্টেশনে আটকা পড়ে।
আন্তঃনগর ও লোকাল ট্রেন আটকা পড়ায় দীর্ঘ আট ঘণ্টা রেলযাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। এতে করে যাত্রীরা বিড়ম্বনার শিকার হন।
পার্বতীপুর লোকোমোটিভ মাস্টার আব্দুস শাফি জানান, দ্রুত উদ্ধার কাজ শেষ করা হয়েছে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন ৩১ বগি নিয়ে শনিবার ভোরে পার্বতীপুরে আসে। আজ শনিবার সকাল আটটায় ট্রেনটি রংপুরে যাওয়ার পথে পার্বতীপুরের গুলপাড়ায় পৌছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধার কাজ শেষ হলে বিকেল চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।