যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেপ্তার
যৌন হয়রানির অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকার কলাবাগানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ। তিনি ভিকারুননিসার আজিমপুর শাখার গণিতের শিক্ষক।
তথ্যের সত্যতা নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন।
ওসি খন্দকার হেলাল উদ্দিন বলেন, ‘সোমবার সন্ধ্যায় লালবাগ থানায় শিক্ষক মুরাদের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে তার কলাবাগানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।’
এর আগে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক মুরাদকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। সোমবার রাতে কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।