নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হক পেলেন পিপিএম পদক
নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক তাঁর প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)’ পেয়েছেন।
আজ মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিদুল হককে সম্মানজনক এই পিপিএম পদকটি তুলে দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পদক প্রাপ্তিকে নওগাঁ জেলা পুলিশের সব সদস্যের অর্জন বলে উল্লেখ করেন। তিনি তাঁর সব সহকর্মীসহ জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মুহাম্মদ রাশিদুল হক ২০২২ সালের ২৫ আগস্ট জেলা পুলিশের দায়িত্ব গ্রহণ করেন। অত্যন্ত পরিশ্রমী, দূরদর্শী ও মানবিক এই পুলিশ সুপার সেবাপ্রত্যাশীদের অভিযোগ-অনুযোগ অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। তাই বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ তথা সব স্তরের মানুষের সঙ্গে রয়েছে তাঁর গভীর সম্পর্ক। ভবিষ্যতে পুলিশি সেবা প্রদানে তিনি যাতে আরও সফলতা অর্জন করতে পারেন সে ব্যাপারে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
পুলিশে সর্বোচ্চ স্বীকৃতি ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম), এর পরই ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম)। প্রতি বছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই পদক পরিয়ে দেন। যাঁরা এই পদকে ভূষিত হন তাঁদের নামের শেষে পিপিএম (সেবা) উপাধি যুক্ত হয়।