ছাত্রীকে যৌন হয়রানি করা শিক্ষক মুরাদ কারাগারে
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মুরাদ হোসেনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা লালবাগ থানায় মুরাদ হোসেনের বিরুদ্ধে যৌননিপীড়ন ও শ্লীলতাহানির মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী যখন সপ্তম শ্রেণিতে পড়ত, তখন সে ওই শিক্ষকের কোচিংয়ে পড়তে যেত। ওই শিক্ষার্থীকে গত বছরের ১০ মার্চসহ বিভিন্ন সময় নানাভাবে যৌনপীড়ন করেছেন তিনি। এর আগে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে মুরাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ওইদিন রাতেই তাকে কলাবাগানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।