কোথা থেকে আগুনের সূত্রপাত, কী বলছে ভিডিও?
রাজধানীর বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’ নামের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে ঘুরে বেড়াচ্ছে নানা প্রশ্ন। সেই প্রশ্নের জবাব অনেকটাই পরিষ্কার হয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঠানো এক ভিডিওতে। আজ শুক্রবার (১ মার্চ) ২২ সেকেন্ডের ভিডিওটি পাঠায় তারা। সেখানে দেখা যায়, নিচতলায় ‘চুমুক’ নামের কফি শপ থেকে দাউ-দাউ করে আগুন বের হচ্ছে, যা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ভবনে।
একইভাবে, ওই ভবনের দোতলায় 'কাচ্চি ভাই' নামের একটি চেইন রেস্টুরেন্টের শাখা ম্যানেজারের দাবি, আগুনের সূত্রপাত হয়েছিল নিচতলার 'চুমুক' নামের দোকান থেকে। তবে, এই ভিডিও ও ম্যানেজারের দাবির সত্যতা যাচাই করা যায়নি।
সাততলা ওই ভবনে অগ্নিকাণ্ডে আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় অন্তত ২২ জন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের সপ্তম তলা ও ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে আনতে থাকেন তারা। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে আজ সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের দেখতে গিয়ে র্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন সাংবাদিকদের জানান, ‘রাজধানীর বেইলি রোডের সাততলা ভবনের নিচতলার ছোট একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অনেকগুলো সিলিন্ডার থাকায় সেগুলো বিস্ফোরিত হয়ে ভবনে দ্রুত আগুন ছড়িয়ে যায়।’