মামলাজট কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন আইনমন্ত্রী
দেশের আদালতগুলোতে মামলাজট কমাতে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চাইলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, মামলাজট কমিয়ে আনতে আমি ডিসিদের কাছে সহযোগিতা চেয়েছি। মামলা জট নিরসনে তারা যেন আমাদের সহযোগিতা করে।
আজ মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্পর্কিত মোবাইল কোর্ট অ্যাক্টের বিরুদ্ধে একটা মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সেটা নিষ্পত্তির জন্য আমরা খুব দ্রুতই উদ্যোগ নেব। উচ্চ আদালতে এ মামলা নিষ্পত্তি হলেই অনেক বিষয় সহজ হয়ে যাবে।
জেলা প্রশাসকদের পক্ষ থেকে কোনো সুপারিশ ছিল কি না? এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তারা (ডিসি) কিছু সুনির্দিষ্ট বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের মন্ত্রণালয়ের সচিব সেগুলো ব্যাখ্যা করেছেন। বিভিন্ন মামলায় জব্দকৃত মালামালের বিষয়ে তারা কিছু সুপারিশ করেছেন। এগুলোর বিষয়ে আরও আধুনিক পদ্ধতি প্রয়োগের বিষয়টি আমরা চিন্তাভাবনা করবো। এছাড়াও তারা ই-জুডিসিয়ারির কথাও বলেছেন।