মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। তিনি বলেন, ‘আমরা এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার উদ্যোগ নিয়েছি।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন এসব কথা বলেন।
মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সংবিধানে মহিলা শব্দটি নেই। সংবিধানে নারী আছে। ফলে সংবিধানের সঙ্গে মিল রেখে আমরা আমাদের মন্ত্রণালয়ের নাম ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব করেছি।
সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তার মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে সংবাদ সম্মলনে বলেন, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় পর্যায়ে এবার শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হবে। সম্মাননা পাওয়া জয়িতাদের সবাইকে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, উত্তরীয় ও সনদ দেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, জয়িতা পদক পাচ্ছেন ময়মনসিংহের আনার কলি, রাজশাহীর কল্যাণী মিনজি, সিলেটের চা শ্রমিক কমলী রবিদাশ, বরগুনার জাহানারা বেগম ও খুলনার পাখি দত্ত হিজড়াকে এ সম্মাননা দেওয়া হবে।