পর্যটকবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
সিলেটের জৈন্তাপুর এলাকায় পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৮ মার্চ) দুপুর পৌঁনে ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকটি উল্টে যায় আর দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জাফলং অভিমুখে যাওয়া পিকনিকের বাস ও সিলেট অভিমুখে আসা পাথরবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পরশ নামে এক শিশুর মৃত্যু হয়। সে শেরপুর উপজেলা সদরের গৌরীপুরের রাসেলের ছেলে। পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল সিলেটে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, জাফলংগামী পিকনিকের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। বাকি আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।