বিএনপিনেতা ঢালী জামিনে মুক্ত
দীর্ঘ প্রায় সাড়ে চার মাস পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। আজ শনিবার (৯ মার্চ) দুপুরে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। ঢালী মুক্তি পাওয়ার পর কোনো ফুল নেন বলে বলেও জানান তিনি।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ডের পর উদ্দেশমূলক মামলায় গত ২১ নভেম্বর বিএনপির এই নেতা গ্রেপ্তার হন। রমনা, পল্টনসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট নয়টি মামলায় দায়ের করে পুলিশ।