যেকোনো মূল্যে নাবিকদের দেশে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর : নৌ-প্রতিমন্ত্রী
সোমালিয়ায় জলদস্যুর হাতে আটক ‘এমভি আবদুল্লাহ’ নামের জাহাজটি অপহরণকারীদের নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার জাহাজটিতে থাকা নাবিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। যেকোনো মূল্যে আমাদের নাবিকদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর।’
আজ বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, মুক্তিপণ না দিলে নাবিকদের মেরে ফেলা হবে, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এ ধরনের তথ্য এখনও আসেনি, যে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ রকম অডিও যদি থেকে থাকে, আমার জানা নেই।’
প্রতিমন্ত্রী বলেন, জলদস্যুদের সঙ্গে আমাদের কোনো কার্যক্রম নেই। আমাদের কার্যক্রম আছে বিভিন্ন দেশের সঙ্গে। তবে, জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করার জন্য কিছু সংগঠন রয়েছে। আন্তর্জাতিক যে উইংগুলোর সঙ্গে আমরা কাজ করি, যারা এ ধরনের কাজকর্ম করে; তাদের সহযোগিতা নিতে পারে। অলিভিয়া বন্দরে যখন আমরা আটকে গেলাম, তখন কিন্তু আমরা কিছু কিছু জায়গার সহযোগিতা নিয়েছিলাম। সফলতা পেয়েছিলাম। নিশ্চয়, যেকোনো মূল্যে নাবিকদের বাংলাদেশে ফেরত আনতে আমরা বদ্ধপরিকর।’
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘২৩ জন নাবিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে জাহাজটি উদ্ধার করার চেষ্টা চলছে। আমরা জাহাজটি উদ্ধার করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছি।’
এক প্রশ্নের জবাবে নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, ‘জাহাজটি সোমালিয়া থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে। ফলে অপহরণকারীদের পরিচয়ের বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। এরা কোন দেশের নাগরিক, সেটি সম্পর্কে আমরা এখনও কোনো তথ্য পাইনি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি ভারত মহাসাগরে ঘটেছে। আমরা ভারতের সহযোগিতাও চেয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ রেখে কাজ করছি।’ তবে এখনও অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।