কুমিল্লায় ঘুষ-তদ্বির ছাড়া ১৩৪ জনের পুলিশে চাকরি
কোনো ঘুষ কিংবা তদ্বির ছাড়াই কুমিল্লা থেকে পুলিশে নিয়োগ পেয়েছেন ১৩৪ জন। তাদের মধ্যে ২০ জন নারী সদস্য। শুধু অনলাইনে আবেদনের মাধ্যমে লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা বাংলাদেশ পুলিশের সদস্য হয়েছেন। এখন তারা ট্রেনিংয়ের জন্য যাত্রা করবেন।
আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) কুমিল্লা পুলিশ লাইনস মিলনায়তনে উত্তীর্ণ পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার আবদুল মান্নান।
নতুন নিয়োগ পাওয়া পুলিশ সদস্য ও তাদের পরিবারের স্বজনরা জানান, সুপারিশ ছাড়া শতভাগ স্বচ্ছতায় কুমিল্লা জেলা থেকে পুলিশের কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে। অতিদরিদ্র পরিবারের সদস্যরাও বিনাখরচে সরকারি চাকরি পাচ্ছে- এজন্য পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান।
পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুমিল্লা থেকে ১৩৪ জন বাংলাদেশ পুলিশে নিয়োগ পেয়েছেন। নিরপেক্ষ ও স্মার্ট নিয়োগের মাধ্যমে স্মার্ট পুলিশ বাহিনী বিনির্মাণে তারাই সর্বোচ্চ ভূমিকা পালন করবে।