দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১
এক কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ লিটন আলী (৩০) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। আজ শুক্রবার (১৫ মার্চ) ভোরে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪-এর এএসপি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় দেড় কোটি টাকা মূল্যমানের এক কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ লিটন আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তি বেশ কিছুদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করতেন। পরে তিনি ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ কাছাকাছি বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলেন।
মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।