বোনকে নিয়ে পরীক্ষার হলে পৌঁছা হলো না মান্নান মণ্ডলের
নওগাঁ নিয়ামতপুর উপজেলার জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মান্নান মণ্ডল (৩৩) এনজিও কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি খুলনা থেকে এসেছিলেন গ্রামের বাড়িতে। আজ শুক্রবার (১৫ মার্চ) শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল তাঁর বোন ইতি রানির।
আজ সকালে মোটরসাইকেলযোগে বোনকে নিয়ে নওগাঁ শহরের উদ্দেশে রওনা হন মান্নান। কিন্তু বোনকে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হলো না তাঁর। তার আগেই মহাদেবপুর উপজেলার বাগডোব ডিমজাওন এলাকায় ট্রাকের চাপায় প্রাণ গেল তাঁর।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, আজ সকাল ৮টার দিকে মোটরসাইকেলে করে বোন ইতিকে নওগাঁ শহরে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন মান্নান। উপজেলার বাগডোব ডিমজাওন এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মান্নান মণ্ডলের মৃত্যু হয়। অপরদিকে বোন ইতি রাণী সামান্য আহত হন।
ওসি মো. রুহুল আমিন আরও জানান, দুর্ঘটনার পর পরই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাক, চালক ও সহযোগীকে আটক করতে পুলিশের টিম কাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে মান্নান মণ্ডলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে।