টাঙ্গাইলে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বগি উদ্ধারে তৎপরতা চলছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ওসি আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে ট্রেনের চাকায় ত্রুুটি থাকার কারণে লাইনচ্যুতির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুকিং স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ঘটনা ঘটার পর থেকেই উদ্ধার তৎপরতা চলছে। এ ছাড়া উদ্ধারকারী ট্রেনকে ঘটনাস্থলে আসার জন্য ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, রেল যোগাযোগ বন্ধ থাকায় গাজীপুরের থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। যাত্রীদের দ্রুত ভোগান্তি লাঘবের সব রকমের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।