ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হবে : শ্রমপ্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করতে মালিকপক্ষকে বলা হয়েছে। আজ বুধবার (২০ মার্চ) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, আগামী ১০ বা ১১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ বিষয়টি সামনে রেখে বিরাজমান সমস্যাগুলোর সমাধান হয়ে গেছে। যেগুলো সমাধান হয়নি, সেগুলো সমাধানের বিষয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। ঈদ সামনে রেখে যাতে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ যাতে না হয় সেজন্য সবাই একমত হয়েছেন।
বেতন, ঈদ বোনাস কবে পরিশোধ করা হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া হবে। কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবে, কখন দিতে পারবে না, সেটা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে।