এআই নিয়ে নতুন আইন হচ্ছে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) বা এআই নিয়ে নতুন একটি আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবিত এ আইনের খসড়া করা হবে।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এআই আইন নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) যেভাবে পৃথিবী বদলে দিচ্ছে, সেটার ব্যাপারে একটা আইন থাকা দরকার। আজকের বৈঠকে আমরা এ ধরনের একটি আইন করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সেপ্টেম্বরের মধ্যে একটি খসড়া তৈরি হয়ে যাবে। আইনে কী কী থাকবে, সেটা নিয়েও আমরা আজকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি ধারণা দিয়েছি।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনের খসড়ায় মানুষের অধিকার সংরক্ষণের বিষয়গুলোর পাশাপাশি এআইকে ব্যবহার করার বিষয়াবলীও থাকবে।