বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ১০০ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৩ মার্চ) দুপুরে বিদ্যালয়ের হলরুমে মরহুম কাজী মনোয়ার হোসেন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল আলম রতন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নুরুল আমীন রতন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সাবেক ডিজিএম সোবহান মাতবর, সাবেক রেলওয়ে কর্মকর্তা খন্দকার রফিকুল ইসলাম, মরহুম কাজী মনোয়ার হোসেনের ছেলে ব্যাংকার কাজী দিদারুল ইসলাম শামীম ও মেয়ে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক কাজী নুশরাত শারমিন স্বর্না, ডা. ইশরাত শারমিন বর্না, ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন দেওয়ান, প্রাক্তন ছাত্রনেতা দেওয়ান বাছেত করিম।
এ সময় ১০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং ক্যানসার আক্রান্ত শিক্ষার্থী সিয়ামকে অনুদান প্রদান করা হয়।