নারায়ণগঞ্জে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে শতাধিক দোকান
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বিভিন্ন পণ্যের শতাধিক দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ রোববার (২৪ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শনিবার দিনগত রাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, গাউছিয়া কাচাঁবাজারে প্রায় ১৫০টির বেশি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এর মধ্যে হার্ডওয়্যার, টিনের দোকান, চাউলের গোডাউন, অটোমোবাইল, ওষুধের দোকান, ছোট ছোট কাঁচামালের দোকান ও খাবারের দোকান রয়েছে।
সড়কে টহলরত ভুলতা পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) উত্তম জানান, রাতে বৃষ্টি থামার পর সেহ্রীর সময় মার্কেটের সামনে বৈদ্যুতিক খুঁটিতে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। আমরা সঙ্গে সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমে খবর দেই। সেখান থেকে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে রাত ৩টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা ও পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ‘ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’