গোপালগঞ্জে নৈশকোচে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩
গোপালগঞ্জের মুকসুদপুরে নৈশকোচে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৭ মার্চ) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানা পুলিশ মঙ্গলবার ঢাকা ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযানে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর জেলার সালথা উপজেলার নটখোলা গ্রামের ডাকাত সরদার ডালিম মাতুব্বর (৪৮), একই গ্রামের মঞ্জুরুল ইসলাম (৩৭) এবং বোয়ালমারী থানার দৈবক নন্দনপুর গ্রামের জামাল ফকির (৫২)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, মুকসুদপুরে নৈশকোচে ডাকাতির ঘটনার পরে একটি মামলা দায়ের হয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাত সরদার ডালিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের এই ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর রাতে ঢাকার গুলিস্তান বাস কাউন্টার থেকে ২৭ জন যাত্রী নিয়ে ফালগুনী পরিবহণের একটি যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশে ছেড়ে আসে। ভাঙ্গা গোলচত্বর পার হওয়ার পর বাসে যাত্রী বেশে সাতজন ডাকাত গাড়ির স্টাফ ও যাত্রীদের দেশীয় অস্ত্রের মাধ্যমে জিম্মি করে বাস নিয়ন্ত্রণে নিয়ে বাসে থাকা যাত্রী ও স্টাফদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলফোনসহ আনুমানিক দশ লাখ টাকার মালামাল লুট করে মুকসুদপুরের দাশেরহাট নামক স্থানে ঢাকা-খুলনা হাইওয়ের পাশে নেমে যায়।