সকালে রাজধানীতে ৮৩ কিলোমিটার বেগে ঝড়
রাজধানীতে সকালে ৮৩ কিলোমিটার বেগে ঝড় হাওয়াসহ হালকা বৃষ্টি হয়েছে। পাশাপাশি দেশের বেশ কয়েকটি এলাকায়ও বৃষ্টি পাতের খবর পাওয়া গেছে।
আজ রোববার (৩১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, ঢাকায় সকাল পৌনে সাতটার দিক থেকে বৃষ্টি ও ঝোড়ো হওয়া শুরু হয়। এ সময় ঢাকায় ৮৩ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কিছু অংশে আজ বৃষ্টি হয়েছে। তবে আজ দুপুরের পরে বৃষ্টি আর খুব বেশি হবে না।
বজলুর রশিদ বলেন, ‘এই বৃষ্টি হয়েছে মূলত পশ্চিমা লঘুচাপের কারণে। এখন প্রাক–মৌসুমি বায়ুর সময়। এই সময়টাই সাধারণত সকালে বা বিকেলের দিকে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি আসে।’
মার্চে দেশের গড় বৃষ্টিপাত ৫২ দশমিক ৪ মিলিমিটার বলেও জানান এই আবহাওয়াবিদ।