ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারি আটক
কিশোরগঞ্জের ভৈরবে ঈদযাত্রার ট্রেনের ২২টি অগ্রিম টিকিটসহ রবিন মিয়া নামের এক কালোবাজারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কামুড়া গ্রামে।
আজ বুধবার (৩ এপ্রিল) সকালে ভৈরব বাজার রেলওয়ে জংশন এলাকা থেকে রবিনকে আটক করা হয়। এ সময় টিকিট বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে ক্যাম্প কমান্ডার লে. মো. ফাহিম ফয়সালের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে রবিনকে আটক করে। আটকের পর রবিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি করে আসছে বলে স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, রবিন টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করত। তাকে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।