নওগাঁর রাণীনগরে ৪ ডাকাত গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে ট্রাকে চড়ে ডাকাতি করতে যাওয়ার পথে ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রানীনগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে নওগাঁ-নাটোর অঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা এলাকা থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে রাণীনগর থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. গাজিউর রহমান।
গ্রেপ্তার করা ডাকাতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নিমাইকোলা গ্রামের শাকিল প্রামানিক (২৪), নিমাইকোলা গ্রামের মুন্না মণ্ডল (১৯), রাণীনগর উপজেলার হরিশপুর মণ্ডলপাড়ার আজাদুল ইসলাম (২৮) ও আতাইকুলা গ্রামের লিটন হোসেন (২৪)।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাঁসুয়া, তিনটি ছুরি, একটি সাবল, দুটি রড, দড়ি ও কসটেপ উদ্ধার করা হয়। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।