রাজবাড়ীতে ঈদ উপলক্ষে দুস্থদের ভিজিএফের চাল বিতরণ
রাজবাড়ীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তা করার জন্য ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) সকালে চন্দনী ইউনিয়ন পরিষদের আয়োজনে এক হাজার ৪৪টি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলার সহকারী প্রকল্প কর্মকর্তা বিজয় কুমার প্রামানিক, ট্যাগ অফিসার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্রনাথ সরকার, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রাহসান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রব।
এ সময় কাজী কেরামত আলী বলেন, ‘আপনারা যে সহায়তা পাচ্ছেন সেটা শেখ হাসিনার উপহার। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন আপনারা ততদিন সহযোগিতা পেয়ে যাবেন। শেখ হাসিনা কোনো ব্যক্তিকে না খাইয়ে রাখবেন না। ভিজিডি-ভিজিএফসহ দেশে হতদরিদ্র পরিবারদের যত সহযোগিতা প্রধানমন্ত্রী করছেন, অন্য কোনো রাষ্ট্রপ্রধান কোনোদিনও করেননি। তাই আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা আপনাদের অনেক ভালোবাসেন।’