রাজধানীর পল্লবীতে বাসাচাপায় সহকারীর মৃত্যু
রাজধানীর পল্লবীতে বাসচাপায় সুজন বেপারী (২৫) নামে বাসের এক সহকারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে নিহতের সহকর্মী সোহাগ গণমাধ্যমকে জানান, সুজন পরিস্থান বাসের সহকারী হিসেবে কাজ করতেন। সকালের দিকে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ পা পিছলে গাড়ি থেকে পড়ে গেলে অন্য একটি বাসের চাপায় গুরুতর আহত হন সুজন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহাগ আরও জানান, নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। তার বাবার নাম ইসমাইল বেপারী। বর্তমানে মিরপুর চলন্তিকা বস্তিতে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।