গাজীপুরে মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণার পর পরই ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। সড়কে যাত্রী বাড়ায় হঠাৎ করে যাতায়াত ভাড়াও বেড়েছে কয়েকগুণ।
আজ সোমবার (৮ এপ্রিল) দুপুর ১টার পর থেকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাসস্ট্যান্ডগুলোয় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। নিজ নিজ গন্তব্যে নিরাপদে বাড়ি ফিরতে মহাসড়কের পাশে জড়ো হয়েছে তারা। কিন্তু রাস্তায় পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়ছে তারা। গণপরিবহণ সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
ভোগান্তি মাথায় নিয়ে ঝুঁকিপূর্ণ বাহন ট্রাক পিক-আপ, নসিমন করিমন, অটোরিকশায় নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছে যাত্রীরা।